ইকো এবং নারসিসাসের গল্প

'Echo' শব্দের ভালো বাংলা হতে পারে 'প্রতিধ্বনি'। মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রদের আঁক কষতে হয়- '২০ মিটার দূর থেকে জনাব অমুক ১২০০ hz কম্পাঙ্কের শব্দ তৈরি করলে তিনি প্রতিধ্বনি শুনবেন কি না?' তবে মজার ব্যাপার হলো Echo'র আদিমতম পরিচয় হল এটি কোনো শব্দ নয়, নয় কোনো প্রাকৃতিক ঘটনা। Echo হলো একজন মানুষের নাম। ইংরেজি আরো অনেক শব্দের মতো Echo শব্দের উৎপত্তি গ্রিক মিথলজি বা পৌরাণিক কাহিনী থেকে। গ্রিক পুরান মতে ইকো ছিলো এক দূরন্ত বালিকা যে সারাক্ষণ কথা বলত। 'বাচাল মেয়েছেলে' আরকি। একবার সে জংগলে বসে তার সখীদের সাথে বসে গাল-গল্প করছিল। অন্যদিকে আবার ঘটছে আরেক ঘটনা। দেবরাজ জিউসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিউসকে খুজতে দেবরানি হেরা স্বয়ং বেরিয়ে পড়লেন। বেশ কিছুদিন ধরে একটা সন্দেহ তার মাথায় এসেছে। আজ মিনশে কে হাতে-নাতে ধরবেন বলে দেবরানি হেরা জঙ্গলের দিকে চললেন। পথে যাকেই পান বলে যান রাজামশাইকে দেখলে আমাকে ডেকে দিও তো। তো হাঁটতে হাঁটতে তিনি ইকোর দেখা পেলেন। জিজ্ঞেস করলেন 'দেবরাজ জিউসকে দেখেচিস?'। ইকোর উত্তর ,'মা...